ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সদরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রাত সোয়া ১২টার দিকে কে বা কারা উপজেলা সদরের ইভা ফিলিং স্টেশনের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়।
তিনি জানান, বাসে কোনো লোক ছিল না। চালক বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি যাওয়ার পর এ ঘটনা ঘটে। আগুনে বাসের সিট পুড়ে গেছে। আগুন নেভানোর সময় কয়েকটি কাঁচ ভেঙে গেছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।