ককটেল ছোড়ার ‘চেষ্টার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে গণধোলাই দিয়েছে পথচারীরা। সোমবার সকাল পৌনে নয়টার দিকে জগন্নাথ হলের সামনে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ছাত্ররা হলেন শফিউল শুভ (২৪) ও হারুনুর রশীদ (২৪। শফিউল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ও হারুন আরবি সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুন র্যাবের এক সদস্য বলেন, “সকালে জগন্নাথ হলের সামনে র্যাবের একটি টহল গাড়িকে লক্ষ্য করে শফিউল ও হারুন পেট্রলবোমা নিক্ষেপের ‘চেষ্টা’ করেন। তখন পথচারীরা তাদের গণধোলাই দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। পরে র্যাব তাদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে আসে।”