কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বোমা হামলা চালিযেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে কেউ হতাহত হয়নি।
রোববার দুপুর পৌনে তিনটার দিকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে লোকোসেড ইয়ার্ডে এই ঘটনা ঘটে।
ঈশ্বরদী দমকল বাহিনীর সহকারী পরিচালক ইউনুস আলী জানান, পেট্রলবোমাটি ইঞ্জিনের ওপর পড়ে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।