জীবনের ঝূঁকি নিয়ে পেট্রলবোমা হামলাকারীকে ধরতে সহায়তা করায় ঈগল পরিবহনের চালক মো. আসাদকে নগদ দশ হাজার টাকা পুরস্কার প্রদান করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী।
শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে আসাদের হাতে পুরস্কারের টাকা তুলে দেয়া হয়।
আসাদ বলেন, “রাস্তায় একজনের হাতে আগুন জ্বলতে দেখে বুঝতে পারি আমার গাড়িতে পেট্রলবোমা মারা হচ্ছে। তখন আমি চিন্তা করি, মারাতো যাবই, তাহলে ওকে নিয়েই মরি। এরপর আমি ওর ওপর গাড়ি উঠিয়ে দেই। তারপর আর কিছু মনে নেই।”