1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

‘মেসি-নেইমার-সুয়ারেজ থাকলে সবই সম্ভব’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৭৭ Time View

messi neimarবার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা রোববার ভিলারিয়েলের বিপক্ষে পাওয়া ৩-২ গোলের জয়ের ম্যাচে মেসি-নেইমার ও সুয়ারেজের পারফরমেন্সকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন।

এই ত্র‘য়ী’র প্রশংসা করে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা বলেন, “মাঠে এই ত্রয়ী থাকলে যে কোনো কিছুই সম্ভব। যে কোনো সময় ম্যাচে ফেরা সম্ভব।”
রোববারের ম্যাচে বার্সা খেলার ৩০ মিনিটের মাথায় প্রতিপক্ষ তারকা ডি চেরিশেভের গোলে পিছিয়ে পড়লেও প্রথমার্ধের শেষ মিনিটে দলকে সমতায় ফেরান নেইমার।

বিরতির পর ফের এগিয়ে যায় ভিয়ারিয়েল। তবে সমতায় ফিরতে সময় নেয়নি কাতালানার। দুই মিনিট পর দলকে সমতায় ফেরান রাফিনরা। দুই মিনিট পর দলের হয়ে জয়সূচক গোলটি করেন লিওনেল মেসি।

খেলা শেষে দলের সেরা তিন খেলোয়াড়ের প্রশংসা করেন রাফিনহা। তিনি বলেন, “আমরা জানতাম খেলাটি আমাদের জন্য কঠিনই হবে; কেননা তারা (ভিয়ারিয়াল) দিনদিন শক্তিশালী প্রতিপক্ষে পরিণত হয়েছে। আমার জন্যও খেলাটি কঠিন ছিল। কেননা, প্রথম একাদশে জায়গা পাওয়াটা সহজ ছিল না।”

রাফিনহা আরো বলেন, “আমাদের সৌভাগ্য যে আমরা দু’দুবার পিছিয়ে পড়েও খেলায় সমতা ফেরাতে পেরেছি এবং খুব শিগগিরই তৃতীয় গোল করতে পেরেছি। আমাদের আক্রমণভাগের যেই তিন সেরা খেলোয়াড় রয়েছে তারা দলে থাকলে যে কোনো কিছুই সম্ভব।”

রোববারের ম্যাচে মেসি-নেইমার গোল পেয়েছেন। সুয়ারেজ গোল না পেলেও ৫৫ মিনিটের মাথায় মেসির করা গোলটি উৎস ছিলেন লিভারপুলের সাবেক এই তারকা।

রোববারের জয়ের ফলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে মেসি-নেইমার-সুয়ারেজের বার্সেলোনা। তবে ‘লস ব্লাঙ্কুস’রা কাতালানদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে।    -গোল ডটকম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ