চিয়ারলিডার মানেই খেলার মাঠে একটা বাড়তি আকর্ষণ। স্বল্পবসনা যুবতীদের চটুল নাচ খেল-বিনোদনকে অন্যমাত্রা দেয়। সেই স্বাদ আইপিএল-এর সৌজন্যে ইতোমধ্যেই পেয়েছে উপমহাদেশের দর্শক। কিন্তু স্বল্পবাসে কয়েক হাজার দর্শকের সামনে এক যুবতীর নাচকে শিক্ষিত নাগরিক সমাজের একাংশ মনে মনে যতই উপভোগ করুক, সরাসরি সেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাক সিঁটকানোই তাদের দস্তুর। পাছে মনের খবর জনসমক্ষে চলে যায়! সেই সব ‘ভণ্ড’-দেরকেই কার্যত যোগ্য জবাব দিচ্ছেন বছর ছাব্বিশের মার্কিন যুবতী কেলি বেনিয়ন। বিশ্বের অনেক যুবতীর কাছে তিনি অচিরেই হয়ে উঠেছেন রোল মডেল।
কী করেছেন কেলি?
বিজ্ঞানী কেলি বেনিয়ন এখন বহু মার্কিন যুবতীর কাছেই হয়ে উঠেছেন রোল মডেল। চিয়ারলিডারদেরও কাছেও কেলি মানেই একরাশ গর্ব।