এ বছরের মে মাসে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই’র সাথে এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ ঘোষণা দেন বলে সংবাদ প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া।
সুষমা স্বরাজ চার দিনের চীন সফরে গিয়েছেন্। বেইজিং পৌঁছেই ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন তিনি। এগুলোর মধ্যে ব্যবসার দিকটি অগ্রাধিকার পেয়েছে।
এক আলোচনায় সুষমা জানান, চীনের কোম্পানীগুলির জন্য নিয়ম আরো শিথিল করবে ভারত। পাশাপাশি ভারতের কোম্পানিগুলির জন্যও চিনের বাজার খুলে দেয়ার দাবি জানিয়েছেন তিনি।