1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

পদত্যাগের চিঠি থেকে প্রধানমন্ত্রীর উল্লেখ বাদ দিতে সুজাতাকে চাপ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৭ Time View

sujata1৩১ জানুয়ারি  ভারতের পররাষ্ট্র সচিব পদ থেকে অকাল-অবসর গ্রহণে বাধ্য করা হয়েছে তাকে৷ সেটা হয়েছে খোদ প্রধানমন্ত্রীর নির্দেশেই৷ পদত্যাগপত্রে সেটা উল্লেখ করতেও ইতস্তত করেননি সুজাতা সিং৷ এই চিঠি গ্রহণ করতে আপত্তি জানিয়েছে সরকার৷

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে ফোন করে বলা হয়, প্রধানমন্ত্রীর কথাটা চিঠি থেকে বাদ দিলেই ভালো করবেন৷ কিন্তু সুজাতা জানিয়ে দেন, তা হবে না৷ কথাটা চিঠিতে থাকবে৷ এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে সুজাতা সিং শুক্রবার জানান, ২৮ জানুয়ারি বিকেলে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ তাকে বলেন, প্রধানমন্ত্রী বিদেশসচিব পদে এস জয়শঙ্করকে আনতে চান৷ সেদিনই সন্ধ্যায় সুজাতা পদত্যাগপত্র পাঠিয়ে দেন৷ তাতে উল্লেখ করেন ‘প্রধানমন্ত্রীর নির্দেশ মতো’ তিনি পদত্যাগ করছেন৷

‘প্রধানমন্ত্রীর নির্দেশ মতো’ কথাটাই চিঠি থেকে বাদ দিতে বলা হয়৷ কিন্তু সুজাতার বক্তব্য, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই আমি পদত্যাগ করেছি৷ একজন সিভিল সার্ভেন্ট হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশ মানা আমার কর্তব্য৷ বিদেশসচিব পদ থেকে মেয়াদ ফুরনোর সাত মাস আগে সুজাতা সিংকে সরিয়ে বিরাট বিতর্ক ডেকে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সুজাতা তার ক্ষোভ কিছুমাত্র গোপন করছেন না৷ এদিন তিনি অভিযোগ করেন, সরকারের ভেতর থেকে কেউ তার নামে নানা গল্প ছড়াচ্ছেন সংবাদ মাধ্যমে৷ সুজাতা অবশ্য মনে করেন, যা হওয়ার হয়ে গেছে৷ নতুন করে আর কিছু হওয়ার নেই৷ নতুন কোনো পদ বা দায়িত্ব নিতে তিনি আগ্রহী নন৷ বাগান, সেলাইয়ের কাজ– জীবনটা এখন এ-সব নিয়েই কাটাতে চান৷ -পিটিআই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ