৩১ জানুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব পদ থেকে অকাল-অবসর গ্রহণে বাধ্য করা হয়েছে তাকে৷ সেটা হয়েছে খোদ প্রধানমন্ত্রীর নির্দেশেই৷ পদত্যাগপত্রে সেটা উল্লেখ করতেও ইতস্তত করেননি সুজাতা সিং৷ এই চিঠি গ্রহণ করতে আপত্তি জানিয়েছে সরকার৷
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে ফোন করে বলা হয়, প্রধানমন্ত্রীর কথাটা চিঠি থেকে বাদ দিলেই ভালো করবেন৷ কিন্তু সুজাতা জানিয়ে দেন, তা হবে না৷ কথাটা চিঠিতে থাকবে৷ এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে সুজাতা সিং শুক্রবার জানান, ২৮ জানুয়ারি বিকেলে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ তাকে বলেন, প্রধানমন্ত্রী বিদেশসচিব পদে এস জয়শঙ্করকে আনতে চান৷ সেদিনই সন্ধ্যায় সুজাতা পদত্যাগপত্র পাঠিয়ে দেন৷ তাতে উল্লেখ করেন ‘প্রধানমন্ত্রীর নির্দেশ মতো’ তিনি পদত্যাগ করছেন৷