1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

বেনজিমার জোড়া গোলে জয় রিয়ালের

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৬ Time View

benjimarরিয়াল সোসিয়েদাদের কোচ ডেভিড মোয়েস চেয়েছিলেন রিয়াল মাদ্রিদকে একটা জোর ধাক্কা দিতে ৷কিন্তু সেটা স্বপ্নই থেকে গেল৷ ঘরের মাঠে জ্বলে উঠল কার্লো অ্যানসেলোত্তির দল ৷ জোড়া গোল করলেন করিম বেনজিমা ৷পাশাপাশি গোল করলেন জেমস রডরিগেজ ও র্যামোস৷ শনিবার লা লিগার ম্যাচে সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে দিল অ্যানসেলোত্তির দল ৷

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না থাকার সুবিধা নিতে পারল না মোয়েসের দল ৷ তবে প্রথম গোল অবশ্য সোসিয়েদাদই করে ৷আত্রিজ এক মিনিটে গোল করে মোয়েসের দলকে এগিয়ে দেন ৷তবে দু’মিনিট পরেই রডরিগেজ গোল করে দলকে সমতায় ফেরান ৷ ৩৭ মিনিটে রিয়ালের পক্ষে ২-১ করেন র্যামোস৷ বিরতির সময় ২-১ গোলে এগিয়ে ছিল রিয়াল ৷ বিরতির পরে জোড়া গোল করেন বেনজিমা ৷ এরপর অবশ্য আর ম্যাচে ফিরতে পারেনি সোসিয়েদাদ ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ