1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

কোনো কোনো ক্ষেত্রে শক্তি প্রয়োগ অপরিহার্য: ড. মিজান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫
  • ৬৩ Time View

mizan31মানুষের জানমাল ও অধিকার রক্ষায় কোনো কোনো ক্ষেত্রে শক্তি প্রয়োগ অপরিহার্য হয়ে পড়ে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের নিরাপত্তার কথা ভেবে পুলিশকে শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

শনিবার রাজধানীর শাহাবাগে জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে ‘শান্তির জন্য পদযাত্রা’ কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।

দেশজুড়ে নাশকতা ও পেট্রলবোমা নিক্ষেপসহ চলমান সহিংসতা বন্ধের দাবিতে এ শান্তি পদযাত্রার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তায় বৈধ পন্থায় শক্তি প্রয়োগ করুন। মানবাধিকার লঙ্ঘন হয় এমনভাবে শক্তি প্রয়োগ করবেন না। আপনাদের হাতজোড় করে মিনতি করে বলছি, সহিংসতা বন্ধ করুন। আপনাদের গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হোক।”

ড. মিজান বলেন, “সাধারণ মানুষকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়ে গণতান্ত্রিক আন্দোলন হয় না। এভাবে গণতন্ত্র অর্জন সম্ভব নয়।”

সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক ও মাহফুজা খানম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ