শুতে হবে মাটির বিছানাতেই। খাট-চৌকি চলবে না। কারণ গ্রামের পীরসাহেবও যে ঘুমিয়ে আছেন মাটির নিচে। যুগ যুগ ধরে এই বিশ্বাসই আঁকড়ে চলেছে ভারতের পশ্চিম দক্ষিণ দিনাজপুরের পীরপাল গ্রামের বাসিন্দারা। তাদের পীরসাহেব ইতিহাসখ্যাত যোদ্ধা বখতিয়ার খিলজি।
মাত্র সতেরোজনের ঘোড়সওয়ার বাহিনী। আর তাই নিয়েই লক্ষ্ণণ সেনকে হারিয়ে গৌড়বঙ্গের দখল নিয়েছিলেন বখতিয়ার খিলজি।
একে পীর, তারওপর একসময়ের রাজাও। তিনি শায়িত মাটির নিচে। গ্রামবাসীরা কি আর খাটে শুতে পারেন? তাই খাট, চৌকি নো এন্ট্রি। ঘর বা বারান্দায় মাটি জমিয়ে উঁচু করে তার ওপরই বিছানা পেতে শোওয়ার ব্যবস্থা গ্রামে।- জিনিউজ