অবৈধ পথে ভারতে যাওযার সময় শনিবার ভোরে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ২৩ নারী পুরুষকে আটক করেছে বিজিবি।
২৩ বিজিবি কমানিাডং অফিসার লে. কর্নেল আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে বালুর মাট এলাকা থেকে শিশুসহ ২৩ নারী পুরুষকে আটক করেছে। এরা সকলে সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এদের মধ্যে চারজন শিশু, চারজন নারী ও ১৫ জন পুরুষ রয়েছে।