পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু অলিম্পিকে একবারও ফুটবলে সোনা জিততে পারেনি পেলের দেশ ৷সেই আক্ষেপ রয়ে গিয়েছে নেইমারের মনে ৷এবার নিজের দেশেই বসতে চলেছে অলিম্পিকের আসর ৷ ২০১৬-রিও অলিম্পিকে দেশকে সোনা দিতে চান ব্রাজিলের বার্সেলোনার তারকা ৷
নেইমার বলেছেন, ‘ আমি মনে করি প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নিতে হবে ৷ ব্রাজিল এখনও ফুটবলে সোনা জিততে পারেনি ৷ আমরা সোনা জেতার স্বপ্ন দেখছি ৷ আমার মনে হয় সেই সময় এসে গিয়েছে ৷’