নরওয়ের সাবেক পাদ্রী আর. ব্লোমহফ পার্টি এবং পতিতার পেছনে প্রায় ২০ লাখ ডলার সমপরিমাণ অর্থ উড়িয়েছেন। এ বিপুল পরিমাণ অর্থ একটি কল্যাণ সংস্থা থেকে তছরুপ করা হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।
নরওয়ের পূর্বাঞ্চলীয় শহর দারামমেনের একটি আদালতকে চাঞ্চল্যকর এ তথ্য দিয়েছেন ব্লোমহফ। আদালতে তিনি বলেন, সাত বছরে একটি কল্যাণ সংস্থাকে যে পরিমাণ টাকা-কড়ি হাতিয়ে নেয়া হয়েছিল তা পুরোটাই ফুর্তি করে উড়িয়ে দেয়া হয়েছে।