1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ত্রিপোলির হোটেলে হামলায় বিদেশি নাগরিকসহ নিহত ৯

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫
  • ৫৮ Time View

tripoliলিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজনই বিদেশি নাগরিক। দিনভর হোটেলটি অবরুদ্ধ রেখেছিল বন্দুকধারীরা।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, শেষ যে দুজন বন্দুকধারী হোটেলটিতে লুকিয়ে ছিল, তারা হোটেলটির ভেতরে একটি বিস্ফোরন ঘটিয়ে আত্মহত্যা করেছে। এরপরই মূলত দিনভর চলতে থাকা ঘটনাপ্রবাহের অবসান হয়।

নিহত বিদেশি নাগরিকদের মধ্যে একজন মার্কিন নাগরিক, একজন ফরাসি নাগরিক এবং তিনজন এশিয়া অঞ্চলের নাগরিক।

ইসলামিক স্টেটের লিবীয় শাখার সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট থেকে হামলার দায়দায়িত্ব স্বীকার করা হয়েছে।

ভবনে যে তিনজন বন্দুকধারী প্রথমে প্রবেশ করেছিল, তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা গেছে বলে জানিয়েছেন লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

গুলি বিনিময়ের সময় অন্তত ১৫ জন লিবীয় নিরাপত্তাকর্মী নিহত হয়েছে এবং তাদের মধ্যে তিনজন পরবর্তীতে হাসপাতালে মারা গেছে।

কিছু বিদেশি প্রতিষ্ঠান পাঁচ তারকা এ হোটেলটিকে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল।

হোটেলটি দীর্ঘদিন যাবত কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং বিদেশি ব্যবসায়ীদের নিয়মিত গন্তব্য হিসেবে পরিচিত।

গত কয়েক মাস ধরে লিবিয়ার বিভিন্ন স্থানে এধরনের বোমা হামলা চালানো হচ্ছে। -বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ