বার্সেলোনায় মেসিকে পাশে পেয়ে পূর্ণতা পেয়েছেন নেইমার৷ এমনটা নিজেই মনে করেন ব্রাজিলীয় সুপারস্টার৷ তাই আর্জেন্টাইন তারকাকে তার সেরা বন্ধু মানছেন ব্রাজিলের এই ‘সেনসেশনাল বয়’।
বার্সায় নিজের উত্থানের পেছনে চারবারের বিশ্বসেরার কথা উল্লেখ করে নেইমার বলেন, “আমি যাদের খেলা দেখেছি, তাদের মধ্যে মেসিই সেরা৷ আমি সব সময় ওকে শ্রদ্ধা করি।”
মেসির পাশে বার্সায় দ্বিতীয় মৌসুম চলছে নেইমারের৷ চলতি মৌসুমে ইতোমধ্যে ১৯টি গোল করেছেন নেইমার৷ যা গতবারের থেকে বেশি৷