1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

ভারত- যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ৮০ Time View

obama modiবহুল প্রতীক্ষিত পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। আজ রোববার বিকেলে নয়াদিল্লির হায়দরাবাদ হাউস গার্ডেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে বৈঠক হয়। বৈঠকে উভয় নেতা পরমাণু চুক্তি স্বাক্ষর করেন। খবর এনটিভি, টাইমস অব ইন্ডিয়া

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ভারতে সরবরাহ করা পরমাণু উপাদান পর্যবেক্ষণে রাখার যে দাবি আগে করেছিল তা থেকে সরে এসেছে। ভারতের পক্ষ থেকে এ যুক্তরাষ্ট্রের ধরনের দাবিকে আগে ‘অনধিকার চর্চা’ বলে উল্লেখ করা হয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত হায়দরাবাদ হাউসে উভয় নেতা ও উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছিল। বৈঠক শেষে এ বিষয়ে একটি যৌথ ঘোষণা দেওয়ার কথা তাদের।
এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার সকালে সস্ত্রীক ভারত পৌঁছান বারাক ওবামা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর নজিরনবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ওবামা ভারতের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ‘রাষ্ট্রপতি ভবনে’ পৌঁছান।  সেখানে তাকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। বিকেলে নয়দিল্লির রাজঘাটে স্থাপিত মহাত্মা গান্ধির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ওবামা।
সফরকালে আগামীকাল সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা মার্কিন প্রেসিডেন্টের।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ