পাবনার ঈশ্বরদী উপজেলায় মালবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।
রোববার দুপুরে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনার পর খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকা ও রাজশাহীগামী ট্রেন চলাচলে সামান্য বিঘ্ন ঘটলেও বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আলহাজ্ব মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, খবর পেয়ে ডিআরএমসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।