পুলিশ বলছে, ঢাকার বনশ্রীতে পুলিশের বিশেষ বাহিনী র্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছে।
রবিবার ভোরে এই ঘটনা ঘটে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোররাতে বনশ্রী এলাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজের পাশে তল্লাশি চৌকিতে র্যাব একটি প্রাইভেট কারকে থামতে বলে।
কিন্তু প্রাইভেট কারটি না থেমে ভেতরে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।
র্যাবও পাল্টা গুলি চালায়।
দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে দু’জন গুলিবিদ্ধ হয়।
পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
র্যাব ঘটনাস্থল থেকে ডিবি পুলিশের জ্যাকেট ও হাতকড়া উদ্ধার করেছে বলে পুলিশ বলছে।