1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

অবিলম্বে সন্ত্রাস-সংঘাত বন্ধের আহ্বান সম্পাদকদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ১২৪ Time View

montonaloiদেশে চলমান সন্ত্রাস ও সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন সম্পাদকরা।

রোববার তথ্য মন্ত্রণালয়ে সরকারের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তারা এ আহ্বান জানান।
সকাল ১১টায় শুরু হয়ে ওই বৈঠক চলে দুপুর দেড়টা পর্যন্ত।
সরকারের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক আমির হোসেন এবং যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম।
বৈঠক শেষে সম্পাদক পরিষদ সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার সাংবাদিকদের বলেন, ‘দেশে চলমান সন্ত্রাস ও সহিংসতা অবিলম্বে বন্ধ করার জন্য সম্পাদকরা বৈঠকে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন।’
বৈঠকের বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা গঠনমূলক আলোচনা করেছি। সম্পাদকদের কাছ থেকে মূল্যবান চিন্তা-ভাবনা ও পরামর্শ জানতে পেরেছি। আমরা সবাই শান্তির পক্ষে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সবার প্রিয় মাতৃভূমি। দেশ ভালোভাবে চলুক, বর্তমান অবস্থা স্বাভাবিক হোক- আমরা এটাই চাই।’
এর আগে গত ২২ জানুয়ারি টেলিভিশন চ্যানেলের মালিক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী ও সরকারের প্রতিনিধিরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ