লাল কার্ড দেখার পরে ক্ষমা চাইলেন ত্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷লা লিগায় করদোবার বিরুদ্ধে ৮২ মিনিটের মাথায় মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন সিআর সেভেন৷করদোবার ব্রাজিলের ডিফেন্ডার এদিমারকে লাথি মারার পরেই কার্ড দেখেছেন পর্তুগালের তারকা ৷ কিন্তু লাল কার্ড দেখার পরেই নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছেন রোনাল্ডো৷
রোনাল্ডো বলেছেন, “আমি সকলের থেকে ক্ষমা চাইছি ৷ বিশেষ করে এদিমারের কাছে আমি আলাদা করে ক্ষমা চাইছি ৷ ওইভাবে লাথি মারা আমার উচিত হয়নি ৷”