লিন্ডসে ভন আর টাইগার উডস কি ভ্যালেন্টাইন্স ডে তে বিয়ে করতে চলেছেন? খেলার দুনিয়ার অন্যতম সেরা জুটির বিয়ের গুজবে তোলপাড় ক্রীড়াবিশ্ব৷ যা শোনা যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই নাকি টাইগার বিয়ে করার পরিকল্পনা করেছেন ভনকে৷ আর সপ্তাহ দু’য়েক পরই নাকি বিয়েটাও হয়ে যাবে৷
যদিও একটি ওয়েবসাইট ভনের ঘনিষ্ঠ এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বিশ্বখ্যাত স্কিয়ারের বিয়ে করার পরিকল্পনা নেই এখন৷ তিনি স্কিয়িংয়ে মজে থাকতে চান৷ ২০১৩ সালের মার্চ মাসে ফেসবুকে টাইগার জানিয়েছিলেন তিনি ভনের সঙ্গে ‘ডেটিং’ করছেন৷