অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে এখন দুই সুন্দরীর লড়াই৷ মারিয়া শারাপোভা বনাম ইউজিনি বাউচার্ড৷
রোববার দু’জনেই শেষ ষোলোর ম্যাচে দুর্দান্ত ভাবে জয় ছিনিয়ে নিলেন৷ রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগু-কে হারাতে বাউচার্ডকে কিছুটা লড়াই করতে হলেও নিজের ম্যাচে সহজেই জিতলেন শারাপোভা৷ রড লেভার এরিনায় এদিন চীনের শুয়াই পেং-কে ৬-৪, ৬-০ স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন৷
ম্যাচ জেতার পর এদিন বাউচার্ড জানান, ‘আমি আজকে কিছুটা কম গতিতে খেলা শুরু করেছিলাম৷ আমি সাধারণত এমনটা খেলি না৷ কারণ এরকম খেললে ভালো খেলতে পারি না৷ বেগু বেশ ভালো খেলছিল৷ ভালো শট বেশ কয়েকটা মেরেছে ও৷ দ্বিতীয় সেট জেতার পর ও কিছুটা আত্মবিশ্বাসও ফিরে পায়৷ কিন্তু শেষপর্যন্ত ম্যাচটা আমি জিততে পেরেছি৷ পরের ম্যাচে ভুলগুলি শুধরাতে হবে৷’