জ্বালাও-পোড়াও বন্ধ, অবরোধ-হরতাল প্রত্যাহার এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে গণঅনশন করছেন পরিবহন শ্রমিকরা।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ এই অনশন করছে। সকাল থেকে শুরু হওয়া এ অনশন বিকেলে ৪টা পর্যন্ত চলবে। এ কর্মসূচি সারা দেশব্যাপী পালিত হচ্ছে বলে জানিয়েছে সংগঠনের নেতারা।
খালেদা জিয়ার উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার পুত্র মারা গেছে এখন কি আপনি অনুভব করতে পারছেন, একজন সন্তান হারানোর কষ্ট কতটুকু। তাহলে আপনার পরিচালিত সহিংসতায় যারা স্বজনদের হারিয়েছে তাদের কষ্টটুকু, একবার ভেবে হরতাল ও অবরোধ তুলে নিন।”
অনশনে আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি ওয়াহেদুজ্জামান, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরএ জামান প্রমুখ।