লর্ডসে ২০১০ সালের টেস্ট ম্যাচে স্পট-ফিক্সিং কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার পর বহুদিন ক্রিকেট মাঠের বাইরে তিনি৷ কিন্তু অন্য দুই ক্রিকেটার সালমান বাট এবং মুহম্মদ আসিফের ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গেলেও সবচেয়ে কম শাস্তি হয়েছিল বাঁ-হাতি পেসার মুহম্মদ আমিরের৷
পাঁচ বছরের সেই নির্বাসন কাটিয়ে উঠে ফের নতুন করে নিজের ক্রিকেট কেরিয়ার শুরু করতে চান পাকিস্তানের এই তরুণ পেসার৷ ফেব্রুয়ারিতেই আবার প্রথম শ্রেণীর ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমির৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গতবছরই আইসিসি-র কাছে আমেরের শাস্তি কমানোর আর্জি জানানো হয়েছিল৷ দুবাইতে পরের সপ্তাহে আইসিসি-র বৈঠকে আমিরকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ আমিরের প্রথম শ্রেণীর ক্রিকেটে ফেরার ব্যাপারে এখন তাই যথেষ্ট আশাবাদী পিসিবি৷