রাষ্ট্রপতি আবদুল হামিদ মরহুম সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রেসিডেন্ট আবদুল হামিদ সৌদি বাদশার মৃত্যুতে সমবেদনা ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান।’
রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামীকাল দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।
সৌদি রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়, আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ শুক্রবার রাত ১টা (সৌদি স্থানীয় সময়) ইন্তেকাল করেন। -বাসস