কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারের ৪০ নাগরিককে পুশব্যাক (নিজ দেশে ফেরত পাঠানো) করেছে বিজিবি।
শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।
৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, শনিবার ভোররাতে শাহপরীরদ্বীপ বিওপি চৌকির কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামের নেতৃত্বে জওয়ানরা অভিযান চালিয়ে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৪০ নাগরিককে আটক করে।
তিনি জানান, আটকদের মধ্যে ২৪ জন পুরুষ, ১২ জন নারী ও ৪ জন ছিল শিশু। পরে তাদের একই সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়।