1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

সন্ত্রাসের শিকার লোকজনের পাশে রয়েছে আমেরিকা: ওবামা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০১৫
  • ৯৪ Time View

obama21মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার শিকার হওয়া লোকজনের পাশে রয়েছে আমেরিকা। একইসঙ্গে তিনি বিশ্বে জাতিগত বিদ্বেষ মাথাচাড়া দেয়ারও নিন্দা জানান।

মঙ্গলবার ওবামা তার স্টেট অব ইউনিয়ন ভাষণে বলেন, “আমরা পাকিস্তানের বিদ্যালয় থেকে শুরু করে প্যারিসের রাজপথ পর্যন্ত বিশ্বব্যাপী সন্ত্রাসি হামলার লক্ষে পরিণত হওয়া লোকজনের পাশে রয়েছি।”
ফ্রান্সের রাজধানীতে ইসলামপন্থীদের হামলায় ১৭ জন নিহত হওয়ার মাত্র কয়েকদিন পর তিনি এসব কথা বললেন।

ওবামা বলেন, ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে আমেরিকার সামরিক বাহিনীকে কিভাবে ব্যবহার করা যায় সেব্যাপারে সর্বশেষ পরিস্থিতি তাকে জানাতে মার্কিন আইনপ্রণেতাদের প্রতি তিনি আহ্বান জানান। একইসঙ্গে তিনি অঙ্গীকার করে বলেন, ‘আমরা সন্ত্রাসবাদ বিরোধী অভিযান এবং তাদের নেটওয়ার্ক ধ্বংস করতে অভিযান অব্যাহত রাখবো।’

তবে তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর জন্য সরাসরি হুমকি এমন সন্ত্রাসী গ্রুপকে দমনে এককভাবে অভিযান চালাতে মার্কিন কর্মকর্তাদের ক্ষমতা রাখার বিষয়ের ওপরও গুরুত্ব দেন। বিশ্বে জাতিগত বিদ্বেষ আবারো মাথাচাড়া দেয়ারও তিনি নিন্দা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ