কেন উইলিয়ামসনের সেঞ্চুরির সুবাদে চতুর্থ ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সাত ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। লঙ্কানদের করা ২৭৬ রানের জবাবে ১১ বল ও ৪ উইকেট হাতে রেখেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।
মঙ্গলবারে টসে জিতে ব্যাট করতে নেমে জয়াবর্ধনে, সাঙ্গাকারা ও দিলশানের ব্যাটের ওপর ভর করে ৪৯.৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ম্যাথুজের দল।
মূলত শেষ দিকে কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে নিজেদের সংগ্রহটা বড় করতে পারেনি সফরকারী শ্রীলঙ্কা। শেষ ৩০ বলে মাত্র ৩১ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।
কিউইদের হয়ে টিম সাউদি তিনটি এবং অ্যাডামস মিলনে ও ম্যাকক্লিনগান দুটি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৬৩ রানে ৩ উইকেট খুইয়ে পথ হারিয়ে ফেলে স্বাগতিক নিউজিল্যান্ড। তবে চতুর্থ উইকেট জুটিতে গ্রান্ট ইলিয়টকে নিয়ে ৮৮ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে আসেন উইলিয়ামসন।
দলীয় ১৫১ রানে ইলিয়ট ফিরে গেলেও কোরি অ্যান্ডারসনকে নিয়ে দলকে জয়ের বন্দরের দিকে নিয়ে যান উইলিয়ামসন। আউট হওয়ার আগে ১০৭ বলে ১০৩ রান করেন এই কিউই তারকা। তার ইনিংসটি ৬টি চার ও একটি ছয়ে সাজানো ছিল।
শেষদিকে কোরি অ্যান্ডারসনের ৪৪ বলে ৪৭ ও লুক রনচির ১৫ বলে ৩২ রানের সুবাদে জয়ের হাসি হাসে কিউইরা।
১০৩ রানের অনবদ্য ইনিংসের জন্য ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন কেন উইলিয়ামসন।
আগামী ২৩ জানুয়ারি ডুনেডিনে সিরিজের পঞ্চম ওয়ানডে মুখোমুখি হবে দু’দল।