1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে হাউতি বিদ্রোহীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫
  • ৮৪ Time View

yemen-gov-forceইয়েমেনের রাজধানী সানায় সশস্ত্র শিয়া হাউতি বিদ্রেহীরা প্রধানমন্ত্রী খালেদ বাহাহ-এর বাসভন ঘিরে রেখেছে। সরকারের মুখপাত্র মারফত জানা যায়, ১৯ জানুয়ারি সোমবার বন্দুকধারী বিদ্রোহীরা প্রধানমন্ত্রীর আবাস ঘিরে ফেলে, খালেদ বাহাহ তখন ভেতরেই অবস্থান করছিলেন, এখনও করছেন। এ মুহূর্তে ঐ অঞ্চলে অস্ত্রবিরতি চলছে। তারপরও জনপদ গুলিবিনিময়ের আশঙ্কামুক্ত নয় বলে জানা গেছে, কেননা এ ধরনের অস্ত্রবিরতি ইতোপূর্বে ঐ অঞ্চলে ঠুনকো প্রমাণিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জানুয়ারি সংঘর্ষে ৮ জনের মৃত্যু ঘটেছে।

দেশটির রাষ্ট্রপতির বাসভবনসংলগ্ন এলাকাতেও সশস্ত্র হাউতি বিদ্রোহীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্রেসিডেন্টের দেহরক্ষী বাহিনীর সঙ্গে হাউতিদের বিচ্ছিন্ন সংঘর্ষ ঘটেছে, তার প্রেক্ষিতে প্রেসিডেন্ট আব্দ রাব্বাহ মনসুর হাদির বাসভবনকে ঘিরে অতিরিক্ত সশস্ত্র সেনা মোতায়েন করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বর থেকে সানায় হাউতি ও সরকারী বাহিনীর সংঘর্ষ বৃদ্ধি পায় এবং রাজধানীসহ দেশের উত্তরাংশে হাউতিদের প্রভাব উত্তরোত্তর বাড়তে থাকে। রাষ্ট্রযন্ত্রে শিয়াদের প্রতি দমননীতিকে কেন্দ্র করে হাউতিদের উত্থান ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ