গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশেষ অভিযানে যাওয়ার সময় পুলিশের একটি গাড়িতে আরেকটির ধাক্কায় এক এসআইসহ আটজন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজপাড়া আনোয়ারের মোড় এলাকায় সুন্দরগঞ্জ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জ থানার ও সি মোজাম্মেল হক জানান, রাত ৯টার দিকে একটি রিকুইজিশন করা ‘ম্যাজিক গাড়ি’ ( পিক-আপ ভ্যানে ছাউনি দিয়ে যাত্রী পরিবহন করা হয়) ও থানার পিক-আপে করে পুলিশ সদস্যরা জামায়াত-শিবির অধ্যুষিত উপজেলার ডোমেরহাট এলাকায় বিশেষ অভিযানে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় সামনের ভ্যানটি হঠাৎ থেমে গেলে পেছন থেকে ম্যাজিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই গাড়িতে থাকা আটজন আহত হন।