মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে পাওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সার।
সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করেন কায়সারের আইনজীবী। পরে তিনি বলেন, আপিলে খালাসের আরজি জানানো হয়েছে। এতে ৫৬টি যুক্তি তুলে ধরা হয়েছে। ৫০ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে প্রয়োজনীয় নথি দেয়া হয়েছে।