ভারতের বিখ্যাত শ্বেত পাথরের সমাধিসৌধ তাজমহলকে বায়ু দূষণমুক্ত রাখতে আগ্রা বাসিন্দাদের রান্নার জ্বালানি হিসেবে গোবর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানান।
তাজমহল নামে পরিচিত এলাকার চেয়ারম্যান প্রদীপ ভাটনগর এএফপিকে বলেন, ‘বিভিন্ন সময় এই উদ্বেগ দেখা দিয়েছে যে, তাজমহলের রঙ পাল্টে যাচ্ছে।’
তিনি বলেন, তাই সাম্প্রতিক এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, নগরসীমার মধ্যে গরুর গোবর জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা থাকা উচিত।
তিনি বলেন, এর একটি নান্দনিক দিকও আছে। আমরা চাই না, নগরীর দেয়ালগুলোতে গোবর লাগানো থাক।