ফ্রান্সে এক সপ্তাহের কম সময়ের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে অন্তত ৫৪টি হামলা হয়েছে। প্যারিসের বিতর্কিত সাপ্তাহিক ‘শার্লি এবদো’-র কার্যালয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে এসব হামলা হয়েছে বলে জানিয়েছে ফরাসি মুসলমান সম্প্রদায়।
সেন্ট্রাল কাউন্সিল অব মুসলমিস ইন ফ্রান্সের মুখপাত্র আবদুল্লাহ জাকির জানান, মুসলামানদের বিরুদ্ধে গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে ২১ দফা গুলি চালানো হয়েছে, একটি ইসলামি ভবন লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়েছে এবং ৩৩ দফা মারাত্মক হুমকি দেয়া হয়েছে। এ হিসেব ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে বলে জানান তিনি।