স্মাগলিং আর নতুন কি? কত কায়দায় যে আশে পাশে স্মাগলিং হয়, তা সবাই দেখছে। তবে এবার নিজের পুরো শরীরে রোবট স্টাইলে আইফোন লাগিয়ে আলোড়ন তোলেছে এক পাচারকারি।তাকে ‘আইরন ম্যান’ তকমা লাগিয়ে ঢোল শুরু হয়ে অনলাইন জগতে। গতকাল সোমবার চীনের শেনজেন শহরে এ ঘটনা ঘটে।
চীনা সংবাদ মাধ্যম পিপলস ডেইলি জানায়, “এক যুবক ৯৪ টি আইফোন তার পুরো শরীরের টেপ দিয়ে প্যাঁচিয়ে হংকং যাচ্ছিল। সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালালে সে ধরে পড়ে যায়।”
চীনের তৈরি মোবাইল সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও এগুলো সেখানে চড়া দামে বিক্রি হয়। আর তাই অবৈধপন্থায় তা পাচারের ঘটনা ঘটছে দেশটির শাসিত হংকং অঞ্চলেও।–ডন।