বিজেপি নেতা সাক্ষী মহারাজের পর এবার আরেক বোমা ফাটালেন শ্যামল গোসামী। হিন্দু পরিবারে পাঁচ জন করে সন্তান থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। চার সন্তান থাকা উচিত- সাক্ষী মহারাজের এমন বক্তব্যের জন্য ক্ষমতাসীন বিজেপি পার্টির নোটিশ দেবার একদিন না পেরুতেই এ ঘটনা ঘটলো।
বিজেপি নেতা শ্যামল গোসামী বলেন, “আমি হিন্দু মা-বোনদের বলতে চাই যে, যদি তাদের ৫টি করে সন্তান না থাকে তাহলে ভবিষ্যতে ভারতের ব্যালেন্স থাকবে না।”
এর আগে গত সপ্তাহে সাক্ষী মহারাজ বলেছিলেন, “প্রত্যেক হিন্দু মহিলার চার সন্তান থাকা উচিত। একজনকে সেনাবাহিনীতে , অন্যজনকে ধর্মীয় নেতাদের কাছে, অন্যদের শিক্ষকদের কাছে।”-এনডিটিভি।