দলের কোনও ফুটবলার গোলার মতো শট নিয়ে পারলে, সেই ফুটবলার আদালা গুরুত্ব পান কোচ রবার্তো মানচিনির কাছে৷ কিন্তু সেই শটই এবার বিপদ ডেকে আনছিল ইন্টার মিলানের কোচের জন্য৷ এখন শিষ্যের সজোরে নেওয়া শটে সেই মানচিনিই ঘায়েল হলেন৷
ইতালির ঘরোয়া ফুটবল সিরিয়া ‘এ’-এর ম্যাচ চলাকালীন অন্য দিনের মতোই সাইড লাইনের একেবারে ধারে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিলেন কোচ মানচিনি৷ সেই সময় হঠাত্ই তার দলের এক ফুটবলার বল ক্লিয়ার করতে গিয়ে সজোরে শট মারলেন । সেই বল সজোরে লাগে মানচিনির মুখে ৷ শটের আঘাতে মাঠেই পড়ে যান মানচিনি । সবাই এসে তাকে তোলেন ।