1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

শিষ্যের বলের আঘাতে ঘায়েল গুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০১৫
  • ৮৬ Time View

manciniদলের কোনও ফুটবলার গোলার মতো শট নিয়ে পারলে, সেই ফুটবলার আদালা গুরুত্ব পান কোচ রবার্তো মানচিনির কাছে৷ কিন্তু সেই শটই এবার বিপদ ডেকে আনছিল ইন্টার মিলানের কোচের জন্য৷ এখন শিষ্যের সজোরে নেওয়া শটে সেই মানচিনিই ঘায়েল হলেন৷

ইতালির ঘরোয়া ফুটবল সিরিয়া ‘এ’-এর ম্যাচ চলাকালীন অন্য দিনের মতোই সাইড লাইনের একেবারে ধারে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিলেন কোচ মানচিনি৷ সেই সময় হঠাত্ই তার দলের এক ফুটবলার বল ক্লিয়ার করতে গিয়ে সজোরে শট মারলেন । সেই বল সজোরে লাগে মানচিনির মুখে ৷ শটের আঘাতে মাঠেই পড়ে যান মানচিনি । সবাই এসে তাকে তোলেন ।

ম্যাচে মানচিনির দল গেনোয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জেতে, তবে তিনি এই ম্যাচ মনে রাখবেন একেবারে অন্য কারণে । আকষ্কিক আঘাতে প্রথমে একটু হকচকিয়ে গেলেও পরে ঘটনা নিয়ে মজা করে মানচিনি মুচকি হেসে বলেন, ‘এটা প্রমাণ হলো আমার দলের ফুটবলাররা আমায় কতটা অপছন্দ করে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ