1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

ক্রোয়েশিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০১৫
  • ৬৮ Time View

kolindaক্রোয়েশিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে কোলিন্দা গ্রাবার – কিতারোভিচ প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রাজনৈতিকভাবে রক্ষণশীল কিতারোভিচের (৪৬) মূল নির্বাচনী অঙ্গীকার ছিল দেশের রুগ্ন অর্থনীতিকে পুনরুদ্ধার করা।

রোববার ৯৯ শতাংশ ভোট গণনা শেষে নির্বাচন কমিশন যে ফলাফল ঘোষণা করে তাতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ন্যাটো কর্মকর্তা কিতারোভিচ ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন প্রেসিডেন্ট মধ্যবামপন্থী আইভো জোসিপোভিচ পেয়েছেন ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট।
জাগরেভ সদরদপ্তরে জোসিপোভিচ(৫৭) সমর্থকদের উদ্দেশে বলেন, “নাটকীয় লড়াইয়ের মধ্যদিয়ে কিতারোভিচ নির্বাচিত হয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই।”

এদিকে কিতারোভিচ রাজধানীতে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে অর্থনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, আমি কারো কাছে শুনতে চাইনা যে ক্রোয়েশিয়া সমৃদ্ধ ও সম্পদশালী হবে না। বরং আমি সবাইকে বিশেষ করে যারা আমাকে ভোট দেয়নি তাদের প্রতিও ক্রোয়েশিয়ার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

যুগোশ্লাভিয়া থেকে ১৯৯১ সালে স্বাধীনতা পাওয়ার পর ক্রোয়েশিয়ার চতুর্থ প্রেসিডেন্ট হলেন কিতারোভিচ।

দু’সপ্তাহ আগে দেশটিতে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় ৫৮ দশমিক ৯০ শতাংশ ভোটার ভোট দেয় যা প্রথম দফার চেয়ে ১২ শতাংশ বেশি।–বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ