মোজাম্বিকের উত্তরপশ্চিমাঞ্চলে বিয়ার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুসহ ৫৬ জন মারা গেছে। ঐতিহ্যবাহী এই বিয়ার স্থানীয়দের কাছে ‘ফোম্বে’ নামে পরিচিত।
রোববার তেতে প্রদেশের স্বাস্থ্য পরিচালক কার্লা মোসে রেডিও মোজাম্বিককে জানান, এই ঘটনায় অসুস্থ্য অবস্থায় ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষাক্ত বিয়ার খেয়ে যারা মারা গেছেন তাদেরও এ ধরনের উপসর্গ দেখা দেয়। শনিবার সকালে বিষাক্ত বিয়ার পান করে ওই ৫৬ জন মারা যায়।