পাকিস্তানের করাচিতে তেলবাহী ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫৭ জন নিহত হয়েছে। শনিবার রাতে এ দুঘটনা ঘটে।
করাচি জিন্না হাসপাতালের চিকিৎসক ডক্টর সেমি জামালি বলেন, “আমরা ৫৭টি লাশ পেয়েছি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, অনেকের পুরো শরীর পুড়ে গেছে।”
তেলবাহী ট্যাংকারটি ভুল পথ ধরে আসার কারণে বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাসে আগুন ধরে যায়। এসময় বাসের ছাদে থাকা যাত্রীরা লাফিয়ে বাঁচলেও ভেতরে থাকা যাত্রীরা আগুনে দগ্ধ হয়। বাসটির করাচির শিখারপুর থেকে আসছিল। ঘটনার পরপরই তেলবাহী ট্যাংকারের বাস চালক পলাতক রয়েছে।
করাচি পুলিশ কমিশনার সোয়াইব সিদ্দিকী বলেন, “তেলবাহী ট্যাংকারের অসাবধানতার কারণেই এ ঘটনাটি ঘটেছে। পেট্রোলের কারণে আগুন নিয়ন্ত্রণের কাজ কঠিন হয়ে পড়ে।”–ডন