1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

গেইল ‘তাণ্ডবে’ ক্যারিবিয়ানদের সহজ জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫
  • ৯০ Time View

gail10ক্রিসে গেইলের ব্যাটিং তাণ্ডবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে  এগিয়ে গেল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার করা ১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে গেইল ম্যাজিকে ৪ বল ও চার উইকেট হাতে রেখেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।

আউট হওয়ার আগে ৩১ বলে ৭৭ রানের ‘ঝড়ো’ ইনিংস খেলেন গেইল। তার ইনিংসটি ৫টি চার ও ৮টি ছয়ে সাজানো ছিল। এছাড়া মারলন স্যামুয়েলস ৩২ বলে ৪১ রান করেন।

৭৭ রানের ‘টর্নেডো’ ইনিংস খেলার পথে ১৭ বলে হাফ-সেঞ্চুরি করে গেইল টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম অর্ধ-শতকের মালিক বনে যান। এ তালিকায় তার সঙ্গে রয়েছেন পল স্টার্লিং ও মাইবুর্গ।

এর আগে রিলে রুশোর ৫১ ও ডু প্লেসিসের ৩৮ রানের ওপ ভর করে প্রোটিয়ারা সংগ্রহ করে ১৬৮ রান।

১৬৯ রানের লক্ষ্য গেইলের ব্যাটিং ঝড়ে সহজেই টপকে যায় ক্যারিবিয়ানরা।

দুই দলের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী ১১ জানুযারি অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি।

প্রসঙ্গত, এর আগে তিন ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ