1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

সাকিবে প্রাণ পেলো মেলবোর্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫
  • ৮৬ Time View

58029_s2আট দলের আসরে পয়েন্ট তালিকার তলানিতে শোভা পাচ্ছিল মেলবোর্ন রেনেগেডসের নাম। তবে বাংলাদেশ তারকা সাকিব আল হাসানের উপস্থিতিতে প্রাণ পেলো অস্ট্রেলিয়ার ঘরোয়া দলটি। আর জয় নিয়ে ধরে রাখলো আশা। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর এবারের বিগব্যাশ লীগে প্রথমবার পা রাখলেন বাংলাদেশ তারকা সাকিব আল হাসান। গতকাল এতে রেনেগেডস ৩৭ রানে হারায় সাবেক অসি অধিনায়ক জর্জ বেইলির দল হোবার্ট হ্যারিকেনকে। মেলবোর্ন রেনেগেডস দলের ব্যাট হাতে সাকিব পান ১২ বলে ১৪ রান। এতে তার দু’টি বাউন্ডারির মার। পরে বল হাতে দুই উইকেট নেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। হোবার্টে বেলেরিভ ওভাল মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে মেলবোর্ন রেনেগেডসের ইনিংস শেষ হয় ১৬৩/৭ সংগ্রহ নিয়ে। মেলবোর্নের ব্যাট হাতে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ওয়ানডাউন এ ব্যাটসম্যান ৩৭ বলের ইনিংসে হাঁকান ৮টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। ব্যাটিং অর্ডারে সাকিব আল হাসান সুযোগ নেন পাঁচ নম্বরে। জবাবে ১২৬ রানে গুটিয়ে যায় হোবার্টের ইনিংস। অধিনায়ক জর্জ বেইলি করেন সর্বোচ্চ ২০ রান। ইনিংসের একেবারে শুরুতে বল সাকিবের হাতে তুলে দেন মেলবোর্ন রেনেগেডস ও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ইনিংসের প্রথম ওভারে ৮ রান দেন সাকিব। দ্বিতীয় ওভারে ৯ রান দিয়ে তিনি উইকেটশূন্য। তবে শেষ দুই ওভারে সাফল্যের মুখ দেখেন আইসিসি’র টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের একনম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৩তম ওভারে সাকিবের শিকার হোবার্টের ইংলিশ অলরাউন্ডার টিম ব্রেসনান। ১৭তম ওভারে সাকিব তুলে নেন ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠা হোবার্ট টেইলএন্ডার ক্যামেরন বয়েসের উইকেট। আর ম্যাচে মেলবোর্নের জয়সূচক মুহূর্তটিতেও সাকিবের ভূমিকা। হোবার্টের শেষ উইকেটের পতনে মেলবোর্ন তারকা উইন্টারের স্পিনে জ্যাভিয়ের দোহার্তির ক্যাচ লুফে নেন সাকিবই।
চলতি বিগব্যাশে সাকিব আল হাসান খেলতে পারবেন কমপক্ষে আরও তিনটি ম্যাচ। ১০ই জুন মেলবোর্ন ডার্বিতে মাঠে নামছে নগরীর দুই দল স্টার্স ও রেনেগেডস। বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)’তে ম্যাচটি শুরু হবে দুপুর ২:১০ মিনিটে। ব্রিসবেন হিটসের বিপক্ষে সাকিবের দল রেনেগেডসের পরের ম্যাচটি  মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামের মাঠে। একই ভেন্যুতে আগামী ১৯শে জানুয়ারি সাকিব আল হাসান গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন সাবেক দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। চলতি আসরে পাঁচ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অ্যাডিলেড স্ট্রাইকার্সই। এবারের বিগব্যাশের দুই সেমিফাইনাল আগামী ২৪ ও ২৫শে জানুয়ারি। আর ২৮শে জানুয়ারি এর ফাইনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ