ইয়েমেনের রাজধানীর সানায় শিয়াপন্থী হুথি বিদ্রোহী এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলায় ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
দেশটির হুথি নিয়ন্ত্রিত এ এলাকায় প্রায় সময়ই আল-কায়েদা গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটে। রয়টার্স জানায়, “বিস্ফোরণের পরই ঘটনাস্থলের পাশ্ববর্তী দেয়ালে একটি গর্তের তৈরি হয়।” এর গতকাল রোববারও বোমা হামলায় দেশটিতে চার ব্যক্তি প্রাণ হারায়।