1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

সাকিবের নতুন ব্যবসা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫
  • ৯৯ Time View

sakib bমনের গহীনে জমে থাকা নতুন কিছু করার প্রয়াস নিয়ে ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের মাধ্যমে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান তার ব্যবসায়ীক মিশন শুরু করলেন।

শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকিব নিজেই তার এই ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নাম ও তার সম্পৃক্ততার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

এ সময় ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান সাকিব আল হাসান বলেন, ‘ক্রিকেট খেলার সুবাদে বিশ্বের নানা দেশের ভিন্ন সংস্কৃতি, কৃষ্টি কালচার ও নানাবিধ আয়োজনের সাথে পরিচয় হওয়ার সুযোগ হয়েছে। আর তখন থেকেই নতুন কিছু করার প্রয়াস মনের গহীনে একটু একটু করে জন্ম নেয়, যা আজ রূপ নিয়েছে ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের মাধ্যমে।’

উপস্থিত সাংবাদিক ও অতিথিদের উদ্দেশে সাকিব বলেন, আমি খেলার মাঠে এবং বাইরে সব সময় নতুন কিছু করতে চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।

ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে সাকিব আল হাসান বলেন, একঝাক অভিজ্ঞ এবং তরুণ মেধাবী কর্মীর সমন্বয়ে আমাদের এই প্রতিষ্ঠানটি ২০১৫ সালের শুরুতে যাত্র শুরু করলো। যেখানে আমিসহ আপনারা সকলেই গর্বিত অভিযাত্রী। ইভেন্ট ম্যানেজমেন্ট জগতে আন্তর্জাতিক মান ও সেবা নিশ্চিত করা এবং দেশবাসীকে নতুন কিছু উপহার প্রদানে আমাদের এই প্রতিষ্ঠানটি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

ক্রিকেট খেলার পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িয়ে যাওয়ার প্রসঙ্গে সাকিব বলেন, এখনো আমার দায়িত্ব ক্রিকেট খেলে যাওয়া। সেই দিকেই থাকবে আমার মনোযোগ। ক্রিকেট খেলার বাইরেও যে জীবন থাকে, তার অংশ হবে ফিয়েস্তা।

ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক নকিব চৌধুরী বলেন, ফিয়েস্তা ইভেন্টের সঙ্গে চেয়ারম্যান হিসেবে সাকিব আল হাসান আমাদের সঙ্গে থাকছেন, এটা আমাদের একটি বড় পাওয়া। ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আগামী দিনের অনেক সুন্দর সুন্দর ইভেন্ট কাভারের প্রতিশ্রুতি দিচ্ছি। লজিস্টিক সুবিধাসহ আন্তর্জাতিক মানের সকল সুযোগ-সুবিধা দেয়ার প্রয়াসে আমরা আন্তর্জাতিকভাবে কয়েকটি ইভেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। সময়ের সঙ্গে সঙ্গেই আমরা সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হবো।

(১)    সাকিবের নতুন ব্যবসাসংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষে আরো উপস্থিত ছিলেন ফিয়েস্তা ইভেমন্ট ম্যানেজমেন্টের পরিচালক শিরীন আক্তার, বশির উদ্দিন আহমেদ আজাদ, সাহাদাত হোসেন চৌধুরী, কাজী মাসুক আল বারী, সাজেদুল করিম চৌধুরী, এহসানুল করিম চৌধুরী, সাইফুল ইমাম, উম্মে কুলসুম সেফা, সোহানুজ্জামান খান, ইভেন্ট জেনারেল ম্যানেজার হিসেবে আছেন কাজী নাসিফ, শেখ মাহফুজুর রহমান (অ্যাডমিন), হেড অব পাবলিকেশন নাইমুল ইসলাম লেনিন, মারুফ রহমান, তানজিদা পারভিন, মেসবাউল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ