1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

মেসির জুটি নির্বাচনে উভয়-সঙ্কটে মার্টিনো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪
  • ৭৬ Time View

আর্জেন্টিনার জাতীয় দলের কোচ জেরার্ডো মার্টিনো বলেছেন, তার হাতে আক্রমণভাগের এত বেশি খেলোয়াড় রয়েছে যে একাদশ নির্বাচন করতে গিয়ে তিনি উভয়-সঙ্কটের মধ্যে পড়েছেন।image_112193_0

বার্সেলোনার সাবেক এই কোচ বলেন, তার হাতে বর্তমানে মেসির সমমানের খেলোয়াড়ের সংখ্যা বেড়ে গেছে। যে কারণে দল গঠনের সময় এসব মেধাবীদের কাউকে কাউকে দলের বাইরে রাখতে হচ্ছে।চারবারের বিশ্বসেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া লিওনেল মেসিসহ বর্তমানে জাতীয় দলের আক্রমণভাগের জন্য তার হাতে রয়েছে কার্লোস তেবেজ, গঞ্জালো হিগুয়েন ও সার্জিও অ্যাগুয়েরোর মতো তারকারা।

মার্টিনো বলেন, ‘এই মুহূর্তে আর্জেন্টিনার জাতীয় দল গঠনের জন্য প্রধান সংকট হচ্ছে মধ্যমাঠ ও আক্রমণভাগে মানসম্পন্ন খেলোয়াড়ের আধিক্য। সোমবার স্থানীয় সংবাদপত্র ক্লারিনে তার এই মন্তব্য প্রকাশিত হয়। তিনি বলেন, ‘তেভেজ যদি দু্ই নম্বর পজিশনে, হিগুয়েন ৬ নম্বর এবং অ্যাগুয়েরো ৯ নম্বরে খেলতেন তাহলে আমরা অসাধারণ একটি দল পেতাম।’

তিনজন খেলোয়াড়ই বর্তমানে নিজ নিজ ক্লাবের হয়ে দারুণ একটি মৌসুম কাটাচ্ছে। ইতোমধ্যে ম্যানচেস্টার সিটির হয়ে এগুইরো ১৪টি এবং জুভেন্টাসের হয়ে তেভেজ ১০ গোল করে যথাক্রমে ইংলিশ ও ইতালীয় লিগে সর্বোচ্চ গোলদাতার আসনে বসে আছেন। হিগুয়েনও কম যান না। দারুণ গোল করার দক্ষতাসম্পন্ন এই খেলোয়াড় নেপোলীর হয়ে এরই মধ্যে ৭ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন।

মার্টিনো বলেন, ‘কোপা আমেরিকার জন্য গঠিত স্কোয়াডে তিনি এদের সবাইকেই অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেন, ‘যখন সময় আরো ঘনিয়ে আসবে, তখন আমরা ভেবে দেখব তিনজনের সবাইকে দলে রাখার বিষয়ে। এখন আমাদের দেখতে হবে এদের সবাই কেমন করে। এরই ভিত্তিতে আমরা কাউকে খেলাব এবং কাউকে খেলাব না।

খেলোয়াড়দেরকে এটি অবশ্যই অনুধাবন করতে হবে যে একই মানের এবং একই পজিশনের সব খেলোয়াড়কে একই দলে রাখা যায় না।’ সূত্র: ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ