1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

নিষ্ফল ড্রয়ের পথে পোর্ট এলিজাবেথ টেস্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪
  • ৭৪ Time View

বৃষ্টির হানার কারণে পোর্ট এলিজাবেথ টেস্ট ড্রয়ের পথেই হাঁটছে। বৃষ্টির কারণে প্রায় দুই দিন খেলা না হওয়ায় আগামীকাল টেস্টের শেষ দিনে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই ড্র নিয়ে মাঠ ছাড়তে হতে পারে।image_112052_0

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৮ উইকেটে ৪১৭ (ডিক্লে.) রানের জবাবে সোমবার টেস্টের চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটে ২৭৫ রান। ক্যারিবীয়রা প্রোটিয়াদের চেয়ে এখনো ১৪২ রান পিছিয়ে থাকলেও আগামীকাল টেস্টের শেষ দিন হওয়ায় নিষ্ফল ড্রয়ের দিকে হাঁটছে পোর্ট এলিজাবেথ টেস্ট।সোমবার ২ উইকেটে ১৪৭ রান নিয়ে খেলতে নামেন ব্রাফেট ও স্যামুয়েলস। এই দুজন দলকে ২৩১ রান পর্যরন্ত টেনে নিয়ে যান। এই জুটি বিচ্ছিন্ন হওয়ার আগে ১৭৬ রানের জুটি গড়ে দলকে নিরাপদে নিয়ে যান। দুজনই তুলে নেন সেঞ্চুরি

ব্রাফেট ১৮৬ বলে ১২টি চারের মাধ্যমে ১০৬ রান করেন। স্যামুয়েলস করেন ১০১ রান। তার ১৬০ বলের ইনিংসটি ১৪টি চার ও একটি ছয়ে সাজানো ছিল।

তবে ইমরান তাহির ও মরনে মরকেলের বোলিং তোপে পড়ে মাত্র ৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা মিইয়ে যায় ক্যারিবীয়দের।

প্রোটিয়াদের হয়ে মরকেল চারটি এবং তাহির নেন তিনটি উইকেট।

প্রথম ইনিংসে ডিন এলগার ও ডু প্লেসিসের সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে ৪১৭ রান তোলে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের হয়ে ডিন এলগার ১২১ ও ডু প্লেসিস করেন ১০৩ রান।

ক্যারিবীয়দের হয়ে জেরোমি টেলর, কেনরয় পিটার্স ও গ্যাব্রিয়েল দুটি করে উইকেট লাভ করেন।   -ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ