1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

জনসনকে সম্মান করব কেন: কোহলি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪
  • ৯৫ Time View

“শুনেছেন, আমাকে ওরা বখাটে বলে ডাকছে?”

অস্ট্রেলিয়ায় ভারতের যে সব গৌরবের ইনিংস আছে, বেশির ভাগ ক্ষেত্রেই মহানায়করা মাঠের জবাব মাঠেই ছেড়ে এসেছেন। বিরাট কোহলি সেখানে রবিবার মাঠের পর প্রেস কনফারেন্সেও একটা ঝোড়ো ইনিংস খেলে গেলেন।index

বলে দিলেন, মিচেল জনসনকে সম্মান করার কোনো কারণ দেখছেন না। “ওকে সম্মান করব কেন? যারা মাঠে আমাকে সম্মান করে না, আমিও তাদের সম্মান করি না,” বলে দেন কোহলি। মাঠের মধ্যে মাঝে মাঝেই জনসন-কোহলির টুকটাক লাগছিল। যেটা চরমে ওঠে যখন কোহলিকে রান আউট করার চেষ্টায় জনসন ফলো-থ্রু থেকে বল তুলে স্টাম্প তাক করে ছোড়েন। কোহলির যা নিয়ে মনে হয়েছে, বলটা তাকে আঘাত করার জন্য তার দিকেই ছোড়া হয়েছিল। এর পর দু’জনের কথা কাটাকাটি শুরু হয়। আম্পায়ারদের এসে যা মেটাতে হয়।

“খুব বিরক্ত হয়েছিলাম। যে ভাবে আমাকে বল দিয়ে মারা হলো। ওকে বলি, এটা ঠিক হচ্ছে না। পরের বার থেকে স্টাম্পে মারার চেষ্টা কোরো, আমার শরীরে নয়,” বলে কোহলির সংযোজন, “কারও গালাগাল খাওয়ার জন্য মাঠে যাই না। ঝগড়া করতেও না। যাই ক্রিকেট খেলতে, আর তাই আমাকে সম্মান না করলে আমিও করব না।”

কোহলির মনে হচ্ছে, অস্ট্রেলিয়ার এই মনোভাবই তাদের বিরুদ্ধে তার পাঁচটা সেঞ্চুরির কারণ। “ওরা সারা দিন এ সব চালায়। রোববারই তো বলল, তুমি একটা বখাটে ছেলে। আমি বললাম আমি এ রকমই। তোমরা যত আমাকে ঘৃণা করবে, আমার তত ভালো লাগবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে বরাবরই ভালো লাগে, কারণ ওরা মাঠে শান্ত থাকতে পারে না। আর ঝামেলা করা নিয়ে আমার সমস্যাও নেই। ওটা আমাকে তাতায়, উত্তেজিত করে, আমার সেরাটা বার করে আনে। তবুও তো অস্ট্রেলিয়াকে শিখতে দেখি না!”

জনসনদের মতো কাউকে কাউকে যে তিনি আলাদা টার্গেট করে নেন, সেটাও বলে দিয়েছেন কোহলি। তার ব্যঙ্গ, “সব টিমেই দু’একজন থাকে যারা শান্ত থাকতে জানে না। ওরাই আমার টার্গেট।” কোহলিকে মনে করিয়ে দেওয়া হয়, ভারত সম্পর্কে স্টিভ স্মিথ কী মন্তব্য করেছেন এই টেস্টটা শুরুর আগে। “ওদের সেই অধিকারটা আছে। ২-০ এগিয়ে। ১-১ হলে দেখতাম একই কথাগুলো বলতে পারত কি না। যখন তুমি চড়ে বসেছ, তখন অনেক কিছুই বলতে পারো। কিন্তু যখন তুমি শাসিত হচ্ছো, তখন উঠে দাঁড়ানোটাই আসল। যখন ওরা ভারতে খেলতে এসেছিল, তখন তো কিছু বলতে শুনিনি। অবাক ব্যাপার না? আমরা ০-২ পিছিয়ে, তার পরেও ওদের দেখাচ্ছি ব্যাট হাতে আমরা কী করতে পারি, দেখাচ্ছি ভারতীয় টিমের আসল চরিত্রটা কী।”

কিন্তু জনসনকে তো ব্যাটিংয়ের সময় ব্রিসবেনে স্লেজ করতে গিয়েছিল ভারত। কাজ তো হয়ইনি, উল্টো জনসন ম্যাচ বের করে নিয়েছিলেন। “ও যখন ব্যাট করছিল তখন কোনো চাপ ওকে নিতে হয়নি। কারণ ওটা ওর কাজ না। ওর কাজ উইকেট নেওয়া। আর আজ কিন্তু ও ওভারপিছু সাড়ে চারের ওপর দিয়েছে! আমি ঠিকই করেছিলাম, জনসন বল করতে এলে ওর বারোটা বাজাব।”

অস্ট্রেলীয়দের এমন আগুনের বদলে আগুন শেষ কোন ভারতীয় দিয়েছেন? স্টিভ ওয়া ভালো বলতে পারবেন! -সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ