1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

‘ভারত নিজেদের মধ্যেই ঝগড়ায় ব্যস্ত, ওদের স্লেজিং করে কী হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪
  • ১০৫ Time View

বক্সিং ডে টেস্ট শুরু হতে বাকি আর করয়েক ঘন্টা৷ আর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে কথার লড়াই থাকবে না, তা কি হয়! ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুতে সিরিজের প্রথম তিনটি দিনই কেবল শোকের আবহাওয়া ছিল। চতুর্থ দিনেই ‘খোলস’ থেকে বেরিয়ে স্লেজিংয়ে লিপ্ত হয়েছেন দু’দলের খেলোয়াড়েরা। তবে নিজেদের মধ্যে নানা ঘটনায় বেশি আলোচিত ভারতীয় দল।image_111552_0

এই কারণে স্টিভেন স্মিথ মজা করেই বললেন, ‘আমরা স্লেজিং করব কী, ভারতের ক্রিকেটাররা নিজেরাই তো নিজেদের সঙ্গে ঝগড়ায় ব্যস্ত!’

ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে শিখর ধাওয়ানের চোটকে কেন্দ্র করে ভারতীয় সাজঘরে এক চোট নাটক হয়েছিল। সেদিন কোহলি-ধাওয়ানের মধ্যে নাকি তপ্ত কথার লড়াইও হয়েছিল। এ ছাড়া চতুর্থ দিনে কয়েকজন ভারতীয় ক্রিকেটারের দেরিতে মাঠা আসা নিয়েও সৃষ্টি হয়েছে আলোড়ন। এই সুযোগে দারুণ এক খোঁচাই দিয়ে বসলেন স্মিথ।

অস্ট্রেলিয়া অধিনায়ক রসিকতা করে বললেন, ‘আমাদের স্লেজিং কিংবা খুব বেশি কথা বলার দরকার নেই। এই মুহূর্তে ভারতীয়রা নিজেদের মধ্যেই এটা করছে। নিজেদের মধ্যেই তারা বাগবিতণ্ডায় জড়িয়েছে। একে অপরকে অভিযুক্ত করছে। তারা এসব করে আমাদের উপকারই করছে৷ আশা করি, চলতি সপ্তাহে এসব ওদের আরও পেছনে ঠেলে দেবে।’
এরই মধ্যে সিরিজ ২-০ করে ফেলেছে অস্ট্রেলিয়া। সিরিজ আর হারার আশঙ্কা নেই ক্যাঙারুদের৷ এবার জেতার পালা। এই প্রসঙ্গে অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, ‘এই সিরিজ হচ্ছে একবারেই ভিন্ন এক পরিবেশে। আমরা খেলছি ঘরের মাঠে। চলচি বছরটা আমাদের ভালোই কেটেছে৷ যখন টেস্ট জিততে পারব না, তখনই বিষয়টা চ্যালেঞ্জিং হবে। আশা করি, এই ম্যাচের পরই ৩-০ করে ফেলতে পারব। তারপর সিডনিতে একইভাবে নতুন বছরটা শুরু করব৷’- ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ