উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে আজ আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও চেলসি।
বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাপোয়েল নিকোশিয়ার। একই সময়ে ময়দানি লড়াইয়ে নামবে ম্যানসিটি-বায়ার্ন মিউনিখ ও চেলসি-শালকে জিরো ফোর।
‘ই’ গ্রুপে বায়ার্নের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জন্য ডু অর ডাই ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে যেতে হলে বায়ার্নের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিতে হবে। পাশাপাশি গ্রুপপর্বের শেষ ম্যাচেও জিততে হবে। সেটাা যদি করতে না পারে তাহলে বাদ পড়তে হবে ম্যানুয়েল পেলেগ্রিনির দলকে। এমন সমীকরণ মাথায় রেখেই আজ মাঠে নামবে স্কাই ব্লুজরা।
ইতিমধ্যে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে। তাই আজকের ম্যাচ তাদের জন্য আনুষ্ঠানিকতার পাশাপাশি ‘এফ’ গ্রুপের শীর্ষে যাওয়ার লড়াই।
এদিকে ‘জি’ গ্রুপ থেকে আগেই শেষ ষোলোর টিকিট পেয়েছে চেলসি। তাই শালকে জিরো ফোরের বিপক্ষে ম্যাচটি হোসে মরিনহোর জন্য কেবল আনুষ্ঠানিকতা। কিন্তু শালকের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে তারা জয় বঞ্চিত হলে আর স্পোর্টিং লিসবন প্রতিপক্ষ এন.কে মারিবরের বিপক্ষে জয় পেলে কপাল পোড়ার উপক্রম হবে শালকের। তাদের পেছনে ফেলে শেষ ষোলোতে পৌঁছে যেতে পারে লিসবন।
এইচ’ গ্রুপে এফসি পোর্ত ও শাখতার দনেৎস্কো আগেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। তাই এই গ্রুপে আজকের দুুটি ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা।
আজ মুখোমুখি :
সিএসকেএ মস্কো-এএস রোমা
ব্যাটে বরিসব-এফসি পোর্ত
ম্যানসিটি-বায়ার্ন
অ্যাপোয়েল নিকোশিয়া-বার্সেলোনা
পিএসজি-আয়াক্স
শালকে জিরো ফোর-চেলসি
স্পোর্টিং লিসবন-এনকে মারিবর
অ্যাথলেটিক বিলবাও-শাখতার দনেৎস্ক