স্ত্রী হত্যার অভিযোগে যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের বড় ছেলে হুমায়ুন সুলতানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহর আদালতে হুমায়ুন সুলতানের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আজ রবিবার শুনানির জন্য দিন ধার্য করেন।
গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর ধানম-ির ৬নং রোডের টিপু সুলতানের বাসা থেকে শামারুফ মাহজাবিনের (২৪) মরদেহ উদ্ধার করা হয়।
প্রথমে টিপুর পরিবার এটিকে আত্মহত্যা বলে জানালেও নিহতের পিতা নুরুল ইসলাম মেয়েকে হত্যার অভিযোগ এনে ওইদিন রাতেই বেয়াই যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য খান টিপু সুলতান, বেয়ান ডা. জেসমিন আরা ও জামাতা হুমায়ুন সুলতানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন এবং মামলা দায়েরের পরই গ্রেফতার করা হয় হুমায়ুন সুলতানকে।
যশোরে পিডব্লিউডির অবসরপ্রাপ্ত প্রকৌশলী নুরুল ইসলামের একমাত্র মেয়ে মাহজাবিনের সঙ্গে ২ বছর আগে মনিরামপুরের সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের বড় ছেলের বিয়ে হয়। কনা রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ইন্টার্নি শেষ করার পর বিএসএমএমইউতে এফসিপিএস ডিগ্রি নিতে ভর্তি হয়েছিলেন। স্বামীর সঙ্গে ধানম-ির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে শ্বশুরের বাসায় থাকতেন।